ক্লিন্সমান তোপের মুখে

0
119
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্কআগামীকালকোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচঅথচ এর তিনদিন আগে যুক্তরাষ্ট্র শিবিরে অন্তঃকলহের আগুনকোচ ইয়ুর্গেন ক্লিন্সমানেরসঙ্গে সরাসরি ঝামেলায় জড়িয়ে পড়েছেন খেলোয়াড়েরাপত্রপত্রিকার খবর, কোচক্লিন্সমানের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরাএমনকি কোস্টারিকার ম্যাচটাই হতে পারে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবেক্লিন্সমানের শেষ ম্যাচ!
খেলোয়াড় হিসেবে ১৯৯০ সালে জার্মানিকে জিতিয়েছেন বিশ্বকাপ২০০৬ বিশ্বকাপেকোচ হিসেবেও জার্মানিকে তুলেছিলেন সেমিফাইনালে২০১১ সালে যুক্তরাষ্ট্রেরমতো দলের দায়িত্বটা এই জার্মান নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসেবেইকিন্তু দুইবছর না যেতেই সেই ক্লিন্সমান নিজ দলের খেলোয়াড়দের কাঠগড়ায়! গণমাধ্যমের খবরেবলা হয়েছে, কোচের সঙ্গে ঝামেলা বেধেছে ২২ জন ফুটবলারের১১ জন জাতীয় দলের, ১১ জন বাইরেরতবে খেলোয়াড়দের কেউই নাম প্রকাশ করতে রাজি হননিনাম প্রকাশনা করার শর্তে তাঁরা বলেছেন, দলের আত্মবিশ্বাসে চিড় ধরেছে এবংক্লিন্সমানের প্রতি বিশ্বাসও নড়বড়েস্পোর্টস নিউজকে এক সূত্র বলেছে, ‘পরিস্থিতি গরম হয়ে উঠেছেএখন মনে করা হচ্ছে, কোস্টারিকার বিপক্ষেম্যাচটাই ক্লিন্সমানের শেষ সুযোগ
খেলোয়াড়দের ক্ষোভটা আসলে দল নিয়ে ক্লিন্সমানের মাত্রাতিরিক্ত কাটাছেঁড়ার কারণেইএএফপি

 

 

 

(২১ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন