স্পোর্টস ডেস্ক এক দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আরেক দল চারবারের। সাফল্যের মাপকাটিতে সেরা সেই দল দুটি যদি মুখোমুখি হয়, সেটিকে শুধুই প্রীতির মোড়কে মুড়ে রাখা যায় না। তাই ধরে নিতে পারেন—জেনেভায় আজ ‘প্রীতি’র বদলে আগুনের ফুলকি ছড়াবে।সেখানে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
দুটি দলই লড়াইয়ে নামছে আলাদা উপলক্ষ নিয়ে। দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচ হয়ে আসার পর লুইস ফেলিপে স্কলারির যাত্রাটা শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে। ‘বিগ ফিল’-এর কাছে আজকের ম্যাচটা তাই ঘুরে দাঁড়ানোর মঞ্চ। আর ইতালিয়ানদের লক্ষ্য ‘এক ঢিলে দুই পাখি’ শিকার।
আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মাল্টার মাঠে যাবে ইতালি।জয় দিয়ে ওই ম্যাচের প্রস্তুতি সারার তাড়না তো আছেই, সিজারে প্রানদেল্লির দল ব্রাজিল ম্যাচটাকে বানিয়ে নিচ্ছে কনফেডারেশনস কাপের জানালাও। এই জুনেই ব্রাজিলে বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কনফেডারেশনস কাপের আসর।ভাগ্যের ছোঁয়ায় ওই টুর্নামেন্টের টিকিট পেয়ে গেছে ইতালিও।
সাধারণত স্বাগতিক দেশ, বিশ্ব চ্যাম্পিয়ন দল ও বিভিন্ন মহাদেশীয় চ্যাম্পিয়ন দলগুলোই এই প্রাক-বিশ্বকাপ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। সেই হিসেবে ইতালির সুযোগ পাওয়ার কথা নয়। কিন্তু প্রানদেল্লির দল ইউরোতে রানার্সআপ হয়েও কনফেডারেশনস কাপে যাচ্ছে, বিশ্বকাপ-ইউরো দুটোইতে স্পেন চ্যাম্পিয়ন হওয়ায়।স্পেন কনফেডারেশনস কাপে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে। ইউরোপের প্রতিনিধি হিসেবে তাই কপাল খুলেছে ইউরোর রানার্সআপ ইতালির।
ইতালির অধিনায়ক জিয়ানলুইজি বুফন বলছেন, ব্রাজিল ম্যাচটা হবে তাদের জন্য কনফেডারেশনস কাপের পরীক্ষা। ‘প্রীতি ম্যাচটা হবে আমাদের জন্য দারুণ এক পরীক্ষা। আমরা কনফেডারেশনস কাপের প্রস্তুতির জন্য তিন মাস সময় পাব এবং আমরা এটা জিততে চাই’—বলেছেন জুভেন্টাস ও ইতালি গোলরক্ষক।
দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৯ কনফেডারেশনস কাপে। সেবার ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। দুই দলের সামগ্রিক পরিসংখ্যানেও এগিয়ে সেলেসাওরা।১৪ বারের সাক্ষাতে ব্রাজিল জিতেছে সাতবার, ইতালি পাঁচবার।
এদিকে স্কলারির জন্য হতাশার খবর, দলে থাকলেও চোটের কারণে আজ খেলতে পারবেন না চেলসির মিডফিল্ডার রামিরেস। তবে আগামী সোমবার রাশিয়ার বিপক্ষে লন্ডনের প্রীতি ম্যাচে রামিরেসকে পাওয়া যাবে বলেই আশাবাদী ব্রাজিল কোচ।
(২১ মার্চ): নিউজরুম