শেরপুর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরসাপমারী ইউনিয়নের নয়ানীপারা গ্রামে মকবুল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, দুপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে নয়ানীপারা গ্রামের মকবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী হেলাল মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলাল ধারালো দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মকবুল মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মার্চ ২০, ২০১৩