বিনোদন ডেস্ক ‘লাইফ অব পাই’-এর কল্যাণে সেরা নির্মাতার অস্কারজয়ী অ্যাং লি মাত্র কিছুদিন আগেই ‘ট্রায়ান্ট’ টিভি সিরিজ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এবারে ‘গডস অ্যান্ড কিংস’ ছবিটি পরিচালনারও দায়িত্ব পেতে চলেছেন; তা-ও আবার স্টিভেন স্পিলবার্গের মতো নির্মাতার বদলে মনোনয়ন পেয়েছেন তিনি।
‘গডস অ্যান্ড কিংস’ ছবির পরিচালক হিসেবে স্পিলবার্গকে পেতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু শেষ পর্যন্ত স্পিলবার্গের অন্তর্ভুক্তি নিশ্চিত না হওয়ায় সম্প্রতি অ্যাং লি-কে প্রস্তাব দেওয়া হয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে। তবে চুক্তি স্বাক্ষর পর্ব এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। এক খবরে এ তথ্য জানিয়েছে এইস শোবিজ।
যৌথভাবে ‘গডস অ্যান্ড কিংস’ ছবির চিত্রনাট্য লিখেছেন ব্রিটিশ চিত্রনাট্যকার ও নির্মাতা স্টুয়ার্ট হ্যাজেলডাইন ও ‘গ্রিন ল্যান্টার্ন’ ছবির চিত্রনাট্যকার মাইকেল গ্রিন।
(২০ মার্চ):নিউজরুম