বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক কম্পিউটার চালু রয়েছে অথচ কাজের প্রতি মনোযোগ নেই! কাজে ফাঁকি চলছে কিনা তা পর্যবেক্ষণ করবে কম্পিউটারের মনিটর। সম্প্রতি স্কটল্যান্ডের গবেষকেরা ‘ডিফ ডিসপ্লে’ নামে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন, যা কম্পিউটার থেকে চোখ সরিয়ে রাখলে ধরতে পারবে। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।
স্কটল্যান্ডের সেইন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কম্পিউটারের মনিটরের সঙ্গে থাকা ক্যামেরার সঙ্গে কম্পিউটার-ভিশন এলগরিদম ব্যবহার করেছেন, যা কম্পিউটার ব্যবহারকারীর কাজ পর্যবেক্ষণে রাখতে পারে।
গবেষক ক্রিস্টেনসন এ প্রসঙ্গে জানিয়েছেন, অফিসে ফাঁকিবাজ কর্মীদের শনাক্ত করা বা অফিসের কাজের সময় মনোযোগ যাতে না সরে সে লক্ষে এই কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয়েছে। কম্পিউটারে এ প্রোগ্রামটি চালু থাকা অবস্থায় মনিটর থেকে চোখ সরালেই মনিটরটি বন্ধ হয়ে যায়।
সম্প্রতি ‘আইট্র্যাকিং’ নামের এই ধরনের প্রযুক্তি স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটিতে যুক্ত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
(২০মার্চ) নিউজরুম