বিনোদন ডেস্ক২০১৩ সালের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চিটাগং ছবিটি তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন আর মাস্টারদা সূর্য সেনকে নিয়ে এই হিন্দি ছবি তৈরি করেছেন বেদব্রত পাইন। তিনি পেয়েছেন সেরা নবাগত পরিচালক হিসেবে ‘ইন্দিরা গান্ধী পুরস্কার’। ছবির অন্য দুটি পুরস্কার হলো সেরা সংগীতশিল্পী (শংকর মহাদেবন ‘বলো না’) ও সেরা গীতিকার (প্রসূন যোশি ‘বলো না’)। গত সোমবার সন্ধ্যায় ২০১৩ সালের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।
এবার সেরা ছবির পুরস্কার পেয়েছে হিন্দি ছবি পান সিং তোমার। ছবির নাম-ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরফান খান। সেরা অভিনেতা হয়েছেন আরও একজন—মারাঠি ছবি অনুমতির জন্য বিক্রম গোখলে।মারাঠি অভিনেত্রী ঊষা যাদব (দাগ) হয়েছেন সেরা অভিনেত্রী। সেরা নৃত্য নির্দেশকের পুরস্কার পেয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ (তামিল ছবি বিশ্বরূপম)।চিত্রাঙ্গদার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন ছবিটির পরিচালক ঋতুপর্ণ ঘোষ।সেরা হিন্দি ছবি ফিল্মিস্তান, আর সেরা বাংলা ছবি কৌশিক গাঙ্গুলি পরিচালিত শব্দ। বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (কাহানি, গ্যাংস অব ওয়াসিপুর ও তালাশ)। আরেকটি বিশেষ পুরস্কার পেয়েছেন পরিণীতি চোপড়া, ইশাকজাদে ছবির জন্য।
আগামী ৩ মে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ৬০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৭টি বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
(২০ মার্চ):নিউজরুম