বিপাশা হায়াত এক অনন্য নাম

0
148
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক বিপাশা হায়াতবাংলাদেশের অভিনয়জগতে এক অনন্য নামঅভিনয়ের পাশাপাশি নাট্যকার ও চিত্রশিল্পী হিসেবেও রয়েছে তাঁর যথেষ্ট সুনামএখন চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হচ্ছে তাঁর লেখা ধারাবাহিক নাটক চিঠি

আবুল হায়াত, না তৌকীর আহমেদযিনি বেশি ভালো অভিনয় করেন…
আমার বাবা এবং তৌকীরদুজনই শিল্পী হিসেবে সর্বজনবিদিততবে আমার বাবা আমাদের সামনে সব সময় তাঁর ঔজ্জ্বল্য এবং দিকনির্দেশনা নিয়ে বাতিঘর হয়েই আছেন
নিজেকে টিভির পর্দায় প্রথম দেখার পর…
১৯৮৩ সালের কথা, নাটকটির নাম ছিল খোলা দুয়ারপ্রথম দেখে মনে হয়েছিল, অভিনয় করা এত সহজ! যত দিন যাচ্ছে, অভিনয়টা ততই কঠিন মনে হচ্ছে
চিত্রশিল্পীর চোখে অভিনেত্রী বিপাশা হায়াতের সবচেয়ে আকর্ষণীয় দিক…
অভিনেত্রী বিপাশা হায়াত পরিশ্রমী ও সআর বাহ্যিক সৌন্দর্য আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়ছবি আঁকতে গিয়ে উপলব্ধি করেছি, প্রত্যেক মানুষইইন্টারেস্টিংপ্রত্যেক মানুষের চোখেই বেদনা আছেএই বেদনা আমার প্রতিটি কাজে ধারণ করার চেষ্টা করিকারণ, বেদনাই স্থায়ী, আনন্দ নয়
জীবনে যে গান বেশি গেয়েছি…
রবীন্দ্রসংগীতই বেশি গেয়েছিতার মধ্যে আবার যদি ইচ্ছা করো, আবার আসি ফিরে, দুঃখ-সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে…গানটি বেশিবার গেয়েছিকখনো মনে মনে, কখনো গুনগুনিয়ে, জীবনের বিভিন্ন উপলব্ধিতে
মঞ্চে হঠা সংলাপ ভুলে গেলে যা করি…
আমার স্বল্প বুদ্ধিতে স্বরচিত সংলাপ বলে দিতামতবে তা নাটকের গল্পের এবং নাট্যকারের লেখনীর সঙ্গে সংগতি রেখে
যে অভিনেতার সঙ্গে অভিনয় করতে বেশি ভালো লাগে…
যিনি নিজের চরিত্রটি যত বেশি বিশ্বাসযোগ্য ও জীবন্ত করে উপস্থাপন করতে পারেন, তাঁর বিপরীতে অভিনয় করতেই বেশি ভালো লাগে
সবচেয়ে বেশি হিংসা হয় যখন…
এটাকে আসলে হিংসা বলা উচিত নয়; আকাঙ্ক্ষা বলা যায়হিংসা একজন শিল্পীর বৈশিষ্ট্য হওয়া উচিত নয়পৃথিবীর যেকোনো বড় শিল্পীর শিল্পকর্ম দেখে আকাঙ্ক্ষা করি, তেমন কিছু করারকেবল আমাদের দেশেরই নয়, দেশের বাইরেরও বড় অভিনেত্রী বা শিল্পীর কাজ দেখলে তেমন কিছু করার আকাঙ্ক্ষা করিআকাঙ্ক্ষার কোনো শেষ নেই
দ্বীপান্তরিত হলে যে বইটা সঙ্গে নেব…
জীবনানন্দ দাশের কবিতাসমগ্রতবে দ্বীপান্তরিত হতে হলে আমাকে একাধিক বই নিয়ে যাওয়ার অনুমতি দিতে হবেসেখানে থাকবে দর্শন, কবিতা এবং শিল্পকলার বই
সাংবাদিক হলে বিপাশা হায়াতকে যে প্রশ্নটি করতাম…
আপনার জীবন তো অনেক ছোট, এত কিছু করেন কেন? উত্তরের বেলায় বলতামআমার মনে হয়, বহু বছর আগে পুরোনো এক সভ্যতায় জন্ম হয়েছিল আমারএর আগেও কোথাও ছিলামমৃত্যুর পরও আমি থাকব; হয়তো ধূলিকণায় অথবা বাতাসে
সন্তানদের জন্য আমার সেরা উপহার…
আমি ও তৌকীরদুজনই সন্তানদের বই পড়ায় আগ্রহী করে তুলতে পেরেছি

(২০মার্চ): নিউজরুম

শেয়ার করুন