বিনোদন ডেস্ক বিপাশা হায়াত। বাংলাদেশের অভিনয়জগতে এক অনন্য নাম। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও চিত্রশিল্পী হিসেবেও রয়েছে তাঁর যথেষ্ট সুনাম। এখন চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হচ্ছে তাঁর লেখা ধারাবাহিক নাটক চিঠি।
আবুল হায়াত, না তৌকীর আহমেদ—যিনি বেশি ভালো অভিনয় করেন…
আমার বাবা এবং তৌকীর—দুজনই শিল্পী হিসেবে সর্বজনবিদিত। তবে আমার বাবা আমাদের সামনে সব সময় তাঁর ঔজ্জ্বল্য এবং দিকনির্দেশনা নিয়ে বাতিঘর হয়েই আছেন।
নিজেকে টিভির পর্দায় প্রথম দেখার পর…
১৯৮৩ সালের কথা, নাটকটির নাম ছিল খোলা দুয়ার। প্রথম দেখে মনে হয়েছিল, অভিনয় করা এত সহজ! যত দিন যাচ্ছে, অভিনয়টা ততই কঠিন মনে হচ্ছে।
চিত্রশিল্পীর চোখে অভিনেত্রী বিপাশা হায়াতের সবচেয়ে আকর্ষণীয় দিক…
অভিনেত্রী বিপাশা হায়াত পরিশ্রমী ও সৎ। আর বাহ্যিক সৌন্দর্য আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়। ছবি আঁকতে গিয়ে উপলব্ধি করেছি, প্রত্যেক মানুষই ‘ইন্টারেস্টিং’। প্রত্যেক মানুষের চোখেই বেদনা আছে। এই বেদনা আমার প্রতিটি কাজে ধারণ করার চেষ্টা করি। কারণ, বেদনাই স্থায়ী, আনন্দ নয়।
জীবনে যে গান বেশি গেয়েছি…
রবীন্দ্রসংগীতই বেশি গেয়েছি। তার মধ্যে ‘আবার যদি ইচ্ছা করো, আবার আসি ফিরে, দুঃখ-সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে…’ গানটি বেশিবার গেয়েছি।কখনো মনে মনে, কখনো গুনগুনিয়ে, জীবনের বিভিন্ন উপলব্ধিতে।
মঞ্চে হঠাৎ সংলাপ ভুলে গেলে যা করি…
আমার স্বল্প বুদ্ধিতে স্বরচিত সংলাপ বলে দিতাম। তবে তা নাটকের গল্পের এবং নাট্যকারের লেখনীর সঙ্গে সংগতি রেখে।
যে অভিনেতার সঙ্গে অভিনয় করতে বেশি ভালো লাগে…
যিনি নিজের চরিত্রটি যত বেশি বিশ্বাসযোগ্য ও জীবন্ত করে উপস্থাপন করতে পারেন, তাঁর বিপরীতে অভিনয় করতেই বেশি ভালো লাগে।
সবচেয়ে বেশি হিংসা হয় যখন…
এটাকে আসলে হিংসা বলা উচিত নয়; আকাঙ্ক্ষা বলা যায়। হিংসা একজন শিল্পীর বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। পৃথিবীর যেকোনো বড় শিল্পীর শিল্পকর্ম দেখে আকাঙ্ক্ষা করি, তেমন কিছু করার। কেবল আমাদের দেশেরই নয়, দেশের বাইরেরও বড় অভিনেত্রী বা শিল্পীর কাজ দেখলে তেমন কিছু করার আকাঙ্ক্ষা করি। আকাঙ্ক্ষার কোনো শেষ নেই।
দ্বীপান্তরিত হলে যে বইটা সঙ্গে নেব…
জীবনানন্দ দাশের কবিতাসমগ্র। তবে দ্বীপান্তরিত হতে হলে আমাকে একাধিক বই নিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে। সেখানে থাকবে দর্শন, কবিতা এবং শিল্পকলার বই।
সাংবাদিক হলে বিপাশা হায়াতকে যে প্রশ্নটি করতাম…
আপনার জীবন তো অনেক ছোট, এত কিছু করেন কেন? উত্তরের বেলায় বলতাম—আমার মনে হয়, বহু বছর আগে পুরোনো এক সভ্যতায় জন্ম হয়েছিল আমার। এর আগেও কোথাও ছিলাম।মৃত্যুর পরও আমি থাকব; হয়তো ধূলিকণায় অথবা বাতাসে।
সন্তানদের জন্য আমার সেরা উপহার…
আমি ও তৌকীর—দুজনই সন্তানদের বই পড়ায় আগ্রহী করে তুলতে পেরেছি।
(২০মার্চ): নিউজরুম