বিনোদন ডেস্ক শিশুশিল্পী হিসেবে নামডাক করে ফেললে বুঝি এমনই হয়! ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানটির কথা মনে আছে তো? সেখানে অভিনয় করে সবার নজরে এসেছিলেন সেলেনা গোমেজ। তারপর গানের ভুবনে এবং অভিনয়ে এসেও নাম করেছেন। তবে ওই যে শিশুশিল্পীর তকমা কিন্তু খসাতে পারেননি একেবারেই। তাই এবার মনেপ্রাণে চাইছেন ‘বড়’ হতে। এ ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে স্প্রিং ব্রেকার্স ছবিটিকে গুরুত্বপূর্ণ মানছেন সেলেনা। শিগগিরই মুক্তি পাচ্ছে ‘বড়দের ছবি’র সনদ পাওয়া স্প্রিং ব্রেকার্স। এতে থাকছে খুনখারাবি, অস্ত্রশস্ত্র ও যৌনতার মতো বিষয়-আশয়। সেলেনার আশা, এর পর থেকে তাঁকে আর কেউ শিশুশিল্পী হিসেবে চিহ্নিত করবে না। এএনআই।
(২০ মার্চ):নিউজরুম