স্পোর্টস ডেস্ক অনেক দিন ধরেই চলছিল ঢাক গুড়গুড়। তাঁদের দুজনকে একসঙ্গেই দেখা যেত ইতিউতি।কিন্তু প্রেমের ভেলায় ভাসার গুজবটা স্বীকার করেননি কেউই। গত সপ্তাহেও উডসের বিলাসবহুল প্রমোদতরীতে একসঙ্গে দেখা যায় দুজনকে। এর পরই বোঝা যাচ্ছিল, যা রটেছিল, তার অনেকটুকুই সত্যি। এবার সব অবগুণ্ঠন ঝেড়ে প্রকাশ্যে এলেন দুজন।টাইগার উডস ও লিন্ডসে ভন স্বীকার করলেন, তাঁরা প্রেম করছেন।
নিজেদের ফেসবুক পেজে দুজনই যুগল ছবি দিয়েছেন। উডসের অকপট স্বীকারোক্তি, ‘লিন্ডসে ও আমি বেশ কিছুদিন ভালো বন্ধু ছিলাম। কিন্তু গত কয়েক মাসে আমরা অনেক ঘনিষ্ঠ হয়ে পড়েছি। এখন আমরা প্রেম করছি। আমাদের পাশে থাকার জন্য ও আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।’ উডসের মতো আপন পৃথিবীতে ভনও অনেক বিখ্যাত। বিশ্বখ্যাত স্কিয়ার ভনও স্বীকার করেছেন, সম্পর্কের ভেলায় ভাসছেন দুজন, ‘আমি জানি, গোপনীয়তাটা ঠিকঠাক ছিল না, কিন্তু আমি এখন টাইগার উডসের সঙ্গে প্রেম করছি। বন্ধুত্ব থেকেই আমাদের সম্পর্কটা দানা বাঁধতে শুরু করে। আমি এখন ভীষণ সুখী।’
২০১০ সালে এলিন নরডেগ্রেনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় উডসের। ভনও গত জানুয়ারিতেই সম্পর্ক চুকিয়ে ফেলেন আগের স্বামীর সঙ্গে। রয়টার্স।
(২০ মার্চ): নিউজরুম