ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ছাত্রের নাম আবু হুরায়রা। তিনি ইসলাম শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, আবু হোরায়রা নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার কাছের লোক বলে পরিচয় দেন এবং ওমর ফারুক নামের এক শিার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তির অনুযায়ী প্রথম বর্ষে ভর্তির বিনিমময়ে ২৫ হাজার টাকা আবু হুরায়রাকে দেয়ার কথা ছিল। এর মধ্যে ১৫ হাজার আদায় করা হয়। কিন্তু দীর্ঘদিনেও ওমর ফারুককে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি তিনি। পরে ওমর ফারুক বিষয়টি মেহেদী হাসানকে জানান।
আবু হোরায়রাকে কৌশলে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আনা হলে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
২০ মার্চ/২০১৩/নিউজরুম.