স্মার্টফোনের নাড়ির স্পন্দন জানা যাবে

0
165
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক স্মার্টফোনের ক্যামেরায় মুখের ছবি তুলেই ব্যক্তির নাড়ির স্পন্দন জানা যাবে, সম্প্রতি এ প্রযুক্তির একটি স্মার্টফোন তৈরি করছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিত্সু
ফুজিত্সুর গবেষকেরা এ প্রসঙ্গে জানিয়েছেন, স্মার্টফোনের ক্যামেরা কোনো ব্যক্তির মুখের ওপর পাঁচ সেকেন্ড ধরে রাখলে সঠিকভাবে তাঁর নাড়ির স্পন্দন মাপতে পারবে এই স্মার্টফোনখবর টেলিগ্রাফ অনলাইনের
ফুজিত্সু আরও জানিয়েছে, আগামী বছরের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষায় কাজে লাগে এবং নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত এমন ধরনের নতুন স্মার্টফোন বাজারে আনবে প্রতিষ্ঠানটিপ্রযুক্তিটির মাধ্যমে মুখের ওপর জমা রক্ত স্মার্টফোনের ক্যামেরায় ধরা পড়ে এরপর সে ছবিটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্লেষণ করে নাড়ির গতি মাপা যায়
অ্যাপলের তৈরি আইফোনের জন্য কার্ডিওনামের এ ধরনের একটি অ্যাপ্লিকেশন রয়েছে

 

( মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন