পাঁচ বছর পিছিয়ে অ্যাপল

0
159
Print Friendly, PDF & Email

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক আধুনিকপ্রযুক্তি উদ্ভাবনে যুগের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি অ্যাপলমন্তব্যটি ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্সেরসম্প্রতিহেইন্স অ্যাপল প্রসঙ্গে এক মন্তব্যে জানিয়েছেন, বর্তমান প্রযুক্তির চেয়েপাঁচ বছর পিছিয়ে রয়েছে অ্যাপল১৮ মার্চ অস্ট্রেলিয়ায় ব্ল্যাকবেরির নতুনস্মার্টফোন উদ্বোধন উপলক্ষে হেইন্স অ্যাপলকে পুরোনোকোম্পানি বলেওমন্তব্য করেছেনখবর টেলিগ্রাফ অনলাইনের
অবশ্য থ্রস্টেন হেইন্স অস্ট্রেলিয়ার ফিনানশিয়াল রিভিউকে দেওয়া সাক্ষাত্কারেপ্রথম আইফোন উদ্ভাবনের জন্য কৃতিত্ব দিয়েছেন অ্যাপলকেতবে তিনি মনে করেন, শুরুর এ সাফল্যের পর বর্তমানে নতুনত্বের খরায় ভুগছে অ্যাপলতাঁর মতে, দ্রুত প্রযুক্তির পরিবর্তন হচ্ছেএক সময় অ্যাপল নতুন কিছু এনে মানুষকেচমকে দিয়েছিলকিন্তু উদ্ভাবনের গতির সঙ্গে তাল মেলাতে না পারলে নতুনত্বথাকে নাঅ্যাপলের বর্তমান প্রযুক্তি পাঁচ বছরের পুরোনো
অ্যান্ড্রয়েডের সমালোচনা করে হেইন্স বলেন, অ্যান্ড্রয়েডে নিরাপত্তা সমস্যা রয়েছে
ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন সম্পর্কে হেইন্স জানিয়েছেন, ব্ল্যাকবেরি ১০অপারেটিং সিস্টেমনির্ভর জেড১০ স্মার্টফোনে এক লাখেরও বেশি অ্যাপ্লিকেশনযুক্ত করতে কাজ করছে ব্ল্যাকবেরিনতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরিপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে বলেই হেইন্স মত দিয়েছেন
চলতি বছরের জানুয়ারি মাসে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি নতুনমডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে ব্ল্যাকবেরিরিসার্চ ইন মোশন বা রিমনাম বদল করে এখন প্রতিষ্ঠানটির নামও ব্ল্যাকবেরি হয়েছে
৪.২ ইঞ্চি মাপের জেড ১০ স্মার্টফোনটি টাচস্ক্রিন প্রযুক্তির আর ৩.১ ইঞ্চিমাপের কিউ১০ মডেলটির সঙ্গে রয়েছে ফিজিক্যাল বা বাহ্যিক কি-বোর্ড৩০জানুয়ারি রিমের প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স এ মডেল উন্মুক্ত করেন এবংরিমের নাম বদলে ব্ল্যাকবেরি রাখার ঘোষণা দেন

 

  

 

( মার্চ) নিউজরুম

 

শেয়ার করুন