মার্ক জাকারবার্গ শীর্ষে

0
144
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক সেরা ৫০ জন প্রধান নির্বাহীর মধ্যে শীর্ষেই আছেন প্রযুক্তি দুনিয়ার প্রধান নির্বাহীরাকাজের পরিবেশ ও প্রতিষ্ঠান পরামর্শকবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান গ্লাসডোর সম্প্রতি এই তালিকা প্রকাশ করেকর্মীদের দেওয়া এক বছরের রেটিং হিসাব করে প্রতিবছর প্রধান নির্বাহীর এই তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটিএই তালিকায় শীর্ষে আছেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গনিজের অফিসের কর্মীদের ৯৯ শতাংশ জনপ্রিয়তার ভিত্তিতে জাকারবার্গ এই শীর্ষত্ব অর্জন করেছেনএই তালিকার ৫০ জনের (http://goo.gl/mNKqy) মধ্যে প্রযুক্তিপ্রতিষ্ঠানেরই আছেন ১৯ জন
এই তালিকায় জাকারবার্গের পরেই আছেন স্যাপের সহপ্রধান বিল ম্যাকডারমট ও জিম হেজম্যান এবং শীর্ষদশের মধ্যে রয়েছেন কগনিজ্যান্ট টেকনোলজিস সলিউশনের ফ্র্যাঙ্ক ডিসুজা, কোয়ালকমের পল ই জ্যাকবস ও অ্যাসেঞ্জারের পিয়েরে ন্যানটার্মিএ ছাড়া এই তালিকা অনুযায়ী সার্চ ইঞ্জিন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ ১১তম এবং ইন্টেলের পল এস অটিলিনি ২১তম স্থানে আছেন
বিশ্বখ্যাত ই-কমার্স সাইট আমাজনের প্রধান জেফ বেজোস ও অ্যাপলের প্রধান টিম কুক যথাক্রমে ১৬ এবং ১৮তম স্থানে আছেনএই তালিকায় ৪৬তম স্থানে আছেন ওরাকলের ল্যারি অ্যালিসন, ৪৯তম স্থানে আছেন ডেলের মাইকেল ডেলএ ছাড়া এই তালিকায় আরও আছেন ক্রিটিক সিস্টেমের মার্ক বি টেম্পলিটন (১২তম), সেলসফোর্স ডট কমের মার্ক বেনিঅফ (১৩তম), এনভিডিয়ার জেন-হোসন হং (১৫তম), এরিকসন ওয়াল্ডওয়াইডের হ্যানস বেস্টবের্গ (১৭তম), নেটঅ্যাপের টম জর্জেন্স (২২তম), ইনটুআইটির ব্র্যান্ড স্মিথ (২৩তম), টাটা কনসালটেন্সি সার্ভিসের নটরঞ্জন চন্দ্রশেখর (২৫তম) ও উইপ্রোর টি কে কুরিয়েন (৪৪তম)
কর্মীদের মধ্যে জনপ্রিয় কিংবা নিজেদের কাজের জন্য সেরা হওয়ার এই তালিকায় কর্মীদের ভোটেই নিয়মিতভাবে এই তালিকা প্রকাশ করে গ্লাসডোর

 

(১৯ মার্চ):নিউজরুম

 

শেয়ার করুন