বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক টেলিভিশনটির কোনো ফ্রেম নেই, নেই কোনো স্ট্যান্ড। এটি কেবল এক পরতের একটা কাচ। যেভাবে ঘরে কাচের জানালা থাকে সেভাবেই দেয়ালে হেলান দিয়ে ফেলে রাখা একটা কাচের মতোই দেখাবে ফিলিপসের তৈরি এ টেলিভিশন। খবর ডেইলি মেইলের।
ইলেকট্রনিক পণ্য নির্মাতা ফিলিপস ও যুক্তরাজ্যের ইলেকট্রনিক পণ্যের নকশাকারী প্রতিষ্ঠান ডিজাইনলাইন মিলে দুই হাজার ব্রিটিশ পাউন্ড দামের ‘অদৃশ্য’ এ টেলিভিশন তৈরি করেছে।
যখন টেলিভিশনটি চলবে না তখন এটি কেবল নকশা করা কাচের মতো ঘরের শোভা বাড়াবে বা কালো কাচের জানালার মতো ব্যবহার করা যাবে। এটি যে টেলিভিশন হতে পারে তা খুব ভালো করে খেয়াল না করলে বোঝাও যাবে না।
ফিলিপস কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মডেলের পাতলা ও স্বচ্ছ এক ধরনের টিভি তৈরি করেছে ফিলিপস, যাতে টাঙিয়ে রাখা বা বসিয়ে রাখার জন্য কোনো স্ট্যান্ড নেই, দৃশ্যমান কোনো ফ্রেম বা কাঠামো নেই। এটি কেবল এক পরতের একটি কাচ যা দেয়ালে হেলান দিয়ে রাখা যায়।
টেলিভিশন যখন স্ট্যান্ডবাই মোডে থাকে ফ্রেমহীন এ পণ্যটি স্বচ্ছ কাচের মতো দেখায় এবং কাচের মধ্যে দিয়ে একপাশ থেকে অন্য পাশ দেখা যায়। যখন টেলিভিশন মোডে আনা হয় তখন এ কাচটিতে তিনদিক থেকে আলো পড়ে এবং টেলিভিশনের ছবিগুলোকে মনে হয় ভাসমান কোনো স্ক্রিনের ওপর দেখাচ্ছে।
৪৬ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি মাপের দুটি মডেলের টেলিভিশন চলতি বছরেই বাজারে আনবে ফিলিপস।
(১৯ মার্চ): নিউজরুম