যুক্তরাজ্যের মুক্তি পেয়েছে বাংলাদেশের ছবি

0
167
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র মোস্ট ওয়েলকামনির্মাতা সূত্রে জানা গেছে, ৯ মার্চ লন্ডনের কোর্ট হাউসে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়এখানে উপস্থিত ছিলেন ছবির দুজন অভিনয়শিল্পী অনন্ত ও বর্ষা, স্থানীয় সংবাদমাধ্যম এবং আমন্ত্রিত অতিথিরাএরপর ১০ মার্চ থেকে ছবিটি বার্মিংহাম, ব্র্যাডফোর্ড, লন্ডন এনফিল্ড, লন্ডন উডগ্রিন, লন্ডন ওয়ান্ডসওয়ার্থ, লন্ডন এলফোর্ড, লুটন, উলভেরহ্যাম্পটনের প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়
লন্ডন থেকে দেশে ফিরে গতকাল সোমবার ছবিটির প্রযোজক ও নায়ক অনন্ত বলেন, ‘যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে আমাদের ছবি মুক্তিএ এক অনন্য অভিজ্ঞতাএরপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও কয়েকটি দেশে আমাদের ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি

 

( মার্চ):নিউজরুম

 

শেয়ার করুন