তাঁর জনপ্রিয়তার কথা সবারই জানা- জাহিদ হাসান

0
141
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক জাহিদ হাসানঅভিনয়জগতে তাঁর জনপ্রিয়তার কথা সবারই জানানাটকের পাশাপাশি নাম করেছেন একাধিক চলচ্চিত্রে অভিনয় করেএটিএন বাংলায় আজ তাঁকে দেখা যাবে টো টো কোম্পানি নামের ধারাবাহিকে

অভিনয়শিল্পী-জীবনে শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়…
কখনো কখনো দিনরাত ২৪ ঘণ্টা কাজ করতে হয়আন্তর্জাতিক শ্রম আইনে দিনে আট ঘণ্টার বেশি কাজ করার নিয়ম নেইকিন্তু এখানে এ আইন খাটে না
চরম বিপদে পড়লে যা করি…
সৃষ্টিকর্তার নাম স্মরণ করিকেন বিপদে পড়লাম, তার কারণ খুঁজে বের করে সমাধানের চেষ্টা করি
সন্তানেরা আমার কাছে যে জিনিসটা বেশি চায়…
আমাকেই বেশি চায়সব সময়ই পাশে চায়হরতালের সময় কাজে বেরোলে বলে, ‘বাবা, আজ তো হরতাল, আমাদের সঙ্গে থাকো
অভিনেতা না হয়ে যদি আলুর ব্যাপারী হতাম, তখন জাহিদ হাসানের অভিনয় দেখে যা ভাবতাম…
এই লোকটা এত দিন ধরে অভিনয় করছে কেন? এর মধ্যে আসলে আছেটা কী!
বৃষ্টি দেখে আমার যা মনে হয়…
কখনো মনে হয়, আহা রে রিকশাওয়ালাদের কষ্ট হচ্ছে! কখনো মনে হয়, এবার ফসল ভালো হবে; আবার আরেক সময় ভাবি, আমের মুকুলগুলো সব ঝরে গেল মনে হয়! কখনো কখনো মনে হয়, বৃষ্টিটা খুব আবেগি!
শতবার নাকরলেও যে কাজটি আমি করবই…
ঘুমের সময় ঘুমাতে মানা করলেও আমি ঘুমাবই
তিতলি না কঙ্কাযাকে বেশি ভালো লাগত…
আনিসকে বেশি ভালো লাগততবে তিতলি না কঙ্কা? তিতলি না কঙ্কা? কঙ্কাকেই বেশি ভালো লাগত মনে হয়
মৌ প্রেমিকা, নাকি স্ত্রী হিসেবে বেশি সফল…
প্রেম তো খুব বেশিদিন করিনিতাই বলতে হবে, স্ত্রী হিসেবেই বেশি সফলনারীরা আসলে যেকোনো রূপেই সফল
ভক্তদের সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করি…
খুব সাধারণ একজন মানুষ হিসেবে
সকালে উঠিয়া আমি মনে মনে বলি…
নিজের যেন কোনো ক্ষতি না হয় এবং অবশ্যই আমাকে দিয়ে যেন কারও ক্ষতি না হয়
সাক্ষাকার নিয়েছেন মাহফুজ রহমান

(১৯মার্চ): নিউজরুম

শেয়ার করুন