দুবার সেরা অভিনেতা সালমান

0
139
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক টাইমস র্যাঙ্কিং সিস্টেমে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে পর পর দুবার সেরা অভিনেতা নির্বাচিত হওয়ার পর সম্প্রতি পরিচালিত আরেকটি জরিপেও বলিউডের সেরা অভিনেতা হিসেবে উঠে এসেছে দাবাংতারকা সালমান খানের নাম
এই জরিপে সালমানের পেছনে পড়েছেন খিলাড়িতারকা অক্ষয় কুমারসাম্প্রতিক সময়ে অক্ষয় অভিনীত পর পর কয়েকটি ছবি সাফল্যের মুখ দেখায় তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনিতালিকার তৃতীয় স্থানে আছেন সালমানের চিরপ্রতিদ্বন্দ্বী বলিউড বাদশাহখ্যাত শাহরুখ খানসম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে
তালিকায় সেরা পাঁচের পরবর্তী দুটি আসন দখল করেছেন যথাক্রমে মিস্টার পারফেকশনিস্টখ্যাত আমির খান ও কৃশতারকা হূতিক রোশন
বলিউডের তারকাদের বক্স অফিস সাফল্য, বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হওয়া খবরের সংখ্যা ও সামর্থ্য, পণ্যের দূতিয়ালি, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে
টাইমস র্যাঙ্কিং সিস্টেমে গত ডিসেম্বরে ৮৯ পয়েন্ট পেয়ে তালিকায় প্রথম স্থান দখল করেছিলেন সালমান৪৮ ও ৪২ পয়েন্ট পেয়ে তাঁর পরের দুটি অবস্থানে ছিলেন অক্ষয় ও শাহরুখএ ছাড়া ৫৬ পয়েন্ট পেয়ে জানুয়ারি মাসেও নিজের অবস্থান ধরে রেখেছিলেন সালমানতালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছিলেন শাহরুখ ও সাইফ আলী খানতাঁরা যথাক্রমে ৪৬ ও ৩৬.৫ পয়েন্ট পেয়েছিলেন

 

(১৯ মার্চ):নিউজরুম

 

শেয়ার করুন