সিংড়ায় ৫০লক্ষ টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

0
240
Print Friendly, PDF & Email

নাটোরের সিংড়ায় ৫০লক্ষ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশশনিবার উপজেলার রাতাল কোয়াকাশ মাঠ থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে

 

সিংড়া থানার উপ-পরিদর্শক সৈকত হাসান জানান, শনিবার উপজেলার রাতাল কোয়াকাশ মাঠে দুলাল নামের এক কৃষকের জমিতে ঘাস কাটার সময় এক মহিলা ২০কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি দেখতে পায়পরে এলাকায় জানাজানি হলে সিংড়া থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে

 

মার্চ/২০১৩/নিউজরুম.

 

শেয়ার করুন