গাজীপুর: মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা দায়ের করা হয়েছে।
কাশিমপুর কারাগারে ডিভিশনপ্রাপ্ত আসামি সাকা চৌধুরীর বিরুদ্ধে তার সেবায় নিয়োজিত এক কারাবন্দি তরুণের ওপর ওই যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতের বিচারক আহসান হাবিবের আদালতে মামলাটি দায়ের করেন ঘটনার শিকার ওই তরুণের বাবা আঃ সালাম। বাড়ি শেরপুর জেলার সদর থানায়।
মার্চ ১৮, ২০১৩
আদালতের বারান্দায় বাদি সাংবাদিকদের বলেন, তার ছেলে কারাগারে যাবজ্জ্বীবন কারাদণ্ড ভোগ করছেন। কারারুদ্ধ সালাউদ্দিন কাদের চৌধুরী কৌশলে তার ছেলেকে যৌন হয়রানি করেন।গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান মামলার নিশ্চিত করেছেন। ফৌজদারী আইনে দায়েরকৃত ওই মামলার একমাত্র আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী