দাগনভূঁইয়ায় পিকেটারদের হামলায় ট্রাকচালক নিহত

0
286
Print Friendly, PDF & Email

ফেনী: ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় সোমবারের হরতালের আগের রাতে পিকেটারদের হামলায় আহত নূর মোহম্মদ (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে মারা যান তিনি।

নিহত নূর মোহম্মদ বরিশালের উজিরপুর উপজেলার নচাঁন গ্রামের আবদুল মালেকের ছেলে।
দাগনভূঁইয়া থানা পুলিশ জানায়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা সোম ও মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালকে সামনে রেখে রোববার রাত সাড়ে ৩টার দিকে ফেনী-মাইজদী সড়কের দাগনভূঁইয়া মুক্তারবাড়ি এলাকায় হরতাল সমর্থকরা ৭/৮টি গাড়ি ভাঙচুর করে।

এসময় তাদের হামলায় এই ট্রাকচালক গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান তিনি।

দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নুর মোহম্মদ গ্লোব ফ্যাক্টরির ৩০০ বস্তা ময়দা বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর মাইজদী যাওয়ার পথে এ হামলার শিকার হন। 

 মার্চ ১৮, ২০১৩

শেয়ার করুন