গুগল সামার অব কোডের পরিচিতি অনুষ্ঠান ঢাকায়

0
148
Print Friendly, PDF & Email

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সার্চ ইঞ্জিন গুগলের মুক্ত সোর্স প্রকল্প আয়োজনগুগল সামার অব কোড ২০১৩শিরোনামের এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেনশুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনের আয়োজক ছিলঅঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং গুগল ডেভেলপমেন্ট গ্রুপ (জিডিজি)অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে গুগলের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবির, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিভাগের প্রধান হাসান সারওয়ার, অঙ্কুরের সাধারণ সম্পাদক মাহে আলম খানসহ অনেকে
গুগল প্রতিবছর গ্রীষ্মে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করে গুগল সামার অব কোডশীর্ষক প্রতিযোগিতাএ আয়োজনে গুগল শিক্ষার্থীদের পছন্দের যেকোনো মুক্ত সোর্স প্রকল্পে আট সপ্তাহ প্রোগ্রাম লেখার (কোডিং) জন্য সর্বোচ্চ পাঁচ হাজার ডলার প্রণোদনা ভাতা দেয়সংশ্লিষ্ট প্রকল্পের একজন প্রশিক্ষকও নির্বাচন করে থাকে গুগল
মাহে আলম খান প্রথম আলোকে জানান, ২০০৫ সাল থেকে নিয়মিত এ আয়োজন করে আসছে গুগলবাংলাদেশ থেকে এ পর্যন্ত ১০ জনের বেশি শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেননিবাংলাদেশি শিক্ষার্থীদের এ আয়োজনে অংশ নিতে উদ্বুদ্ধ করতেই গুগল সামার অব কোড ওরিয়েন্টশন শীর্ষক এ আয়োজন করা হয়েছেঢাকার পাশাপাশি আরও কয়েকটি স্থানে এ ধরনের ওরিয়েন্টশন অনুষ্ঠান করা হবে বলেও জানান তিনিএবারের আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জাহের ফরিদী, যিনি এই নিয়ে তিনবার এ আয়োজনে অংশ নিয়েছেনগত বছর তিনি এ আয়োজনের প্রশিক্ষক ছিলেনবিস্তারিত: www.google-melange.com/gsoc/homepage/google/gsoc2013ফেসবুক: www.facebook.com/groups/GSoCBD

 

( মার্চ) নিউজরুম

 

শেয়ার করুন