বিনোদন ডেস্ক কনা সংগীতশিল্পী। অ্যালবাম, প্লেব্যাক, মঞ্চ আর টেলিভিশনে গান নিয়ে তাঁর যত ব্যস্ততা। সম্প্রতি মুঠোফোন প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। এবার কনা জানান, তিনি নাকি বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কণ্ঠও দিচ্ছেন। তাঁর কণ্ঠ দেওয়া এ সময়ের অন্যতম আলোচিত একটি বিজ্ঞাপনচিত্র হলো মুঠোফোন প্রতিষ্ঠান রবির ‘হাঁস ও বাঁশ’। এখানে মেয়ে মডেলের কণ্ঠটি তাঁরই দেওয়া। গত শুক্রবার জাপানের টোকিওতে গেছেন কনা। সেখানে যাওয়ার আগে তিনি বলেন, ‘আমি বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দিচ্ছি, তা বছর দশেক তো হবেই। আমার কণ্ঠে অসংখ্য বিজ্ঞাপনচিত্র আলোচিত হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে। তা অনেকেই জানেন না।আমি নিজেও বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দেওয়ার বিষয়টি নিয়ে তেমন কিছু বলিনি। তবে যখন কেউ আমার কণ্ঠ দেওয়া কোনো বিজ্ঞাপনচিত্র নিয়ে আলোচনা করেন, প্রশংসা করেন, তখন ব্যাপারটি দারুণ উপভোগ করি।’
‘হাঁস ও বাঁশ’ বিজ্ঞাপনচিত্র নিয়ে কনা বলেন, ‘আমি যখন কণ্ঠ দিয়েছিলাম, তখন কিন্তু একবারও মনে হয়নি বিজ্ঞাপনচিত্রটি সবার এতটা ভালো লাগবে। এখন যখন টিভিতে দেখি, তখন আমি নিজেই খুব মজা পাই।’
কনা ছাড়াও টোকিওতে গান গাওয়ার জন্য আরও গেছেন কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, আলিফ আলাউদ্দিন, রিংকু ও লিজা। তাঁদের সঙ্গে আছেন মীরাক্কেলের রনি।
(১৮ মার্চ):নিউজরুম