রুনা লায়লা ‘তুমি অনন্যা’

0
135
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক ‘তুমি অনন্যাসম্মাননা পাচ্ছেন রুনা লায়লাআগামী ১৪ এপ্রিল কলকাতার টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করছে ভারতীয় বেসরকারি প্রতিষ্ঠান বিয়ন্ড ড্রিমসঅনুষ্ঠানে রুনা লায়লার হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হবেরুনা লায়লা বলেন, ‘এরই মধ্যে বিয়ন্ড ড্রিমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমি আমন্ত্রণপত্র পেয়েছিতাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেছেনদুই বাংলার মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার জন্য তাঁরা আমাকে এই সম্মাননা প্রদান করছেন
রুনা লায়লা জানান, এর আগে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিদুষী গিরিজা দেবী, শাবানা আজমি, অলকানন্দা রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়সহ ভারতের কয়েকজন বরেণ্য নারীকে এই সম্মাননা দেওয়া হয়েছে

 

(১৮ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন