ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল সামনে রেখে রাজধানীতে একটি পিকআপ ভ্যান ও ১০টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। তবে এসব ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত পল্টন, মালিবাগ, কাপ্তানবাজার, ফার্মগেট,কাকরাইল, কল্যাণপুর, খিলগাঁও, কারওয়ান বাজার, মিরপুর ১১ ও নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসব যানবাহনে আগুন দেওয়া হয়।
উল্লেখ্য, আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার ও মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট।
পল্টন
বেলা পৌনে ১টার দিকে পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে নিউ-ভিশন নামের একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বায়তুল মোকাররমের পাশের এক দোকানি জানান, বাসটি যাত্রী নিয়ে মতিঝিল থেকে মিরপুর যাওয়ার সময় দুর্বৃত্তরা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়। এরপরই তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
বাসযাত্রী জিয়াউর রহমান জানান, বাসটি পল্টনে এলে হঠাৎ করে একদল দুর্বৃত্ত বাসটিতে ভাঙচুর ও পরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। দায়িত্বরত সার্জেন্ট মশিউর রহমানও একই কথা জানান। দমকল বাহিনীর সদস্যরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভায় বলে জানান মশিউর।
মালিবাগ ও কাপ্তানবাজার
এদিকে, প্রত্যক্ষ্যদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মালিবাগ ও কাপ্তানবাজারে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা। কাপ্তানবাজারে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের বাসটি দাঁড়িয়ে ছিল। দুর্বৃত্তরা আকস্মিকভাবে এতে আগুন দেয়। মালিবাগের বাসটি রাজধানীর অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছিল।
ফার্মগেট
দুপুর ২টা ২০ মিনিটে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে একটি যাত্রাবাহী বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। এসময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ফার্মগেটে বাসে আগুন দেওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, বাসটি ৬ নম্বর রুটের।
কাকরাইল
বিকেলে সাড়ে ৩টায় কাকরাইল মসজিদের সামনে ৩-নম্বর বাসে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। দুইজন হরতাল কমর্থক হোন্ডা যোগে এসে বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় কাকরাইল মসজিদের মুসল্লিরা মসজিদ থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফকিরাপুল
ফকিরাপুল মোড়ে টায়ারে আগুন দিয়ে রাস্তা বন্ধ করার চেষ্টাকালে ৩ হরতাল সমর্থককে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
নয়াপল্টন
দুপুর ১টার দিকে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। এসময় কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোট নেতারা বৈঠকে করছিলেন। এ ঘটনার জেরে নয়াপল্টনে টহল বাড়িয়ে দেয় পুলিশ। এমন পরিস্থিতিতে বিচলিত জোট নেতারা বিএনপি অফিস ছেড়ে চলে যান।
কল্যাণপুর
বিকেল ৪টায় রাজধানীর কল্যাণপুর খালেক পেট্রোল পাম্পের সামনে একটি যাত্রীবাসে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা।
খিলগাঁও
বিকেল সাড়ে ৪টায় রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একদল হরতাল সমর্থনকারী এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তাড়াহুড়ো করে যাত্রীরা বাস থেকে নেমে যায়।
কারওয়ানবাজার
বিকেলে ৫টায় রাজধানীর কারওয়ানবাজারস্থ এটিএন বাংলা কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
সেগুনবাগিচা
সাড়ে ৫টার দিকে রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদক প্রধান কার্যালয়ের সামনে একটি সিএনজি ক্যাবে আগুন দেয় হরতাল সমর্থকরা। এ সময় একজনকে আটক করে পুলিশ।
মিরপুর
সন্ধ্যা ৬টার কিছু আগে মিরপুর ১১নং সেকশনে মিরপুর থেকে আজিমপুরগামী যাত্রীবাহী সেফটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। হরতাল সমর্থকদের দেওয়া এ আগুনে পুড়ে যায় যানবাহনটি।
মার্চ ১৭, ২০১৩