বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক নানা প্রযুক্তিপণ্যে সাজসজ্জার বাহার মেলার বাইরে-ভেতরে। রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে চলছে বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১৩’। ‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ স্লোগানে এ মেলার তৃতীয় দিন ছিল গতকাল শনিবার। মেলায় গিয়ে গেল দর্শকদের উপচে পড়া ভিড়।
এখন দেশে ল্যাপটপ কম্পিউটার খুব জনপ্রিয়। মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ সারোয়ার বললেন, অনেক দিন ধরেই একটা ল্যাপটপ কেনার ইচ্ছে।মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় থাকে, তাই এসেছি। দামের সঙ্গে ল্যাপটপ পছন্দ হলেই কিনে নেব।’
সিটি আইটি মেলায় কম্পিউটার সিটির দোকানগুলো সেজেছে রঙিন সাজে। সেই সঙ্গে বিভিন্ন প্রযুক্তিপণ্যে দেওয়া হচ্ছে নগদ মূল্য ছাড়সহ নানা উপহার। তবে বেশি দর্শনার্থী বা ক্রেতাদের আগ্রহ দেখা গেছে ল্যাপটপে। নেটস্টার প্রাইভেট লিমিটেডের জাহিদুল ইসলাম জানান, ‘অন্য পণ্যের তুলনায় মেলায় ল্যাপটপের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি দেখা যাচ্ছে। তরুণেরা অনেকেই ছাড়ের কারণে ল্যাপটপের দিকে ঝুঁকছেন বলে মনে হচ্ছে। মেলার ভিড়ও বেড়েছে অনেক।’ এনসিআরের টোনার কার্ট্রিজের সঙ্গে বিনা মূল্যে এক প্যাকেট ‘ডবল এ’ কাগজ পাওয়া যাচ্ছে। এই উপহার দিচ্ছে ইনসোর্স বাংলাদেশ।
গিগাবাইট গেম প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে গতকাল। এসবের পাশাপাশি গতকাল অনুষ্ঠিত হয় গুণীজন সম্মাননা ও তারকা অতিথি সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক সাফকাত হায়দারসহ কবি ও লেখক রেজাউদ্দিন স্ট্যালিন।
মেলার আয়োজকেরা জানিয়েছেন, আজ রোববার মেলার কারণে কম্পিউটার সিটি খোলা থাকবে। মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত। ১০ টাকা প্রবেশমূল্যে সকাল ১০ থেকে রাত আটটা পর্যন্ত যে কেউ চলে আসতে পারেন এখানে।
(১৭মার্চ):নিউজরুম