বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: তানজানিয়ার প্রত্যন্ত অঞ্চলে আইফোন ৪ এস স্মার্টফোনটিকে মাইক্রোস্কোপ বানিয়ে শিশুদের রোগ শনাক্তকারী উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেশটির প্রত্যন্ত অংশের স্কুলের শিক্ষার্থীদের অন্ত্রের কৃমি শনাক্তে আইফোন মাইক্রোস্কোপ ব্যবহার করছেন দেশটির চিকিত্সকেরা। খবর টেলিগ্রাফ অনলাইনের।
‘ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন’ নামের মার্কিন সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে স্মার্টফোনে রোগ শনাক্তের এই পদ্ধতির তথ্য জানানো হয়েছে।
আইফোনের সঙ্গে পাঁচ পাউন্ড দামের একটি লেন্স. সস্তা টর্চ লাইট টেপ দিয়ে যুক্ত করে তৈরি করা হয়েছে ‘আইফোন মাইক্রোস্কোপ’। স্মার্টফোনের সাহায্যে মলের ছবি তুলে এই মাইক্রোস্কোপে পরীক্ষা করছেন গবেষকেরা। এ পরীক্ষায় ৭০ শতাংশ নিখুঁতভাবে রোগ নির্ণয় করা সম্ভব।
এদিকে কানাডার টরেন্টো হাসপাতালের গবেষক আইজ্যাক বোগোচ এ প্রসঙ্গে জানিয়েছেন, স্মার্টফোনকে চিকিত্সা যন্ত্রপাতি হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি।
(১৭মার্চ): নিউজরুম