স্যাম মেন্ডেস ফিরে পাওয়ার আশা এখনও ছেড়ে দেননি

0
124
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক স্যাম মেন্ডেসের পরিচালনায় জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি স্কাইফলব্যাপক সাফল্য পেলেও, এই সিরিজের পরবর্তী ছবি পরিচালনায় রাজি হননি অস্কারজয়ী ব্রিটিশ এই চিত্রপরিচালকস্যামের প্রতি অসন্তুষ্ট হলেও বন্ড ছবির প্রযোজকেরা তাকে ফিরে পাওয়ার আশা এখনও ছেড়ে দেননি
বন্ড ছবির ইতিহাসে এযাবত্কালের সবচেয়ে ব্যবসা সফল ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে স্কাইফলএখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছবিটি আয় করেছে ১.১ বিলিয়ন মার্কিন ডলার
এ ছাড়া গত মাসে ৮৫তম অস্কার আসর থেকে দুটি বিভাগে পুরস্কৃত হয়েছেস্কাইফলসাফল্যের পাল্লা যথেষ্ট ভারী হওয়া সত্ত্বেও বন্ড সিরিজের পরবর্তী ছবির পরিচালকের আসনে বসতে রাজি না হওয়ায় স্যামের ওপর নাখোশ বন্ড প্রযোজক বারবারা ব্রকোলিজানিয়েছে দ্য টেলিগ্রাফ
এ প্রসঙ্গে বারবারা বলেছেন, ‘স্যাম বন্ড সিরিজের পরবর্তী ছবি পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়ায় আমরা ভেঙে পড়েছিএযাবত্কালের অন্যতম সফল বন্ড ছবি উপহার দিয়েছেন স্যামআমরা বিশ্বাসই করতে পারছি না যে, তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেনআশা করছি, বন্ড ছবিতে তাঁকে ফিরিয়ে আনতে সফল হব আমরা
এদিকে, এ প্রসঙ্গে স্যাম জানিয়েছেন, ‘আমার পেশা জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা আমি অর্জন করেছি স্কাইফল ছবিটি পরিচালনার সময়কিন্তু বন্ড সিরিজের পরবর্তী ছবির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি নামঞ্চ এবং অন্যান্য কাজে সময় দিতে হবে জন্যই এমন কঠিন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে

 

( মার্চ):নিউজরুম

 

শেয়ার করুন