বিনোদন ডেস্ক আবার ভারতে গেলেন জয়া আহসান। তবে ভারতীয় কোনো ছবিতে অভিনয়ের জন্য নয়, বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবির একটি গানের দৃশ্যের শুটিং করবেন সেখানে। কবির বকুলের লেখা আর শওকত আলী ইমনের সুর করা গানটির শিরোনাম ‘আকাশ হতে আমি চাই’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। এর আগে এই গানের কিছু অংশের শুটিং হয়েছে মালয়েশিয়ায়।
গতকাল শনিবার সকালে কলকাতায় যাওয়ার আগে বিমানবন্দর থেকে জয়া জানান, গানটির দৃশ্যায়নের কাজ হবে কলকাতা ও মুম্বাইতে। নৃত্য পরিচালনা করবেন জেমস অ্যান্টনি। এর আগে এই নৃত্য পরিচালক মন, ক্রেজি ফোর, অ্যাকশন রিপ্লের মতো আরও অনেক হিন্দি ছবির নাচের নির্দেশনা দিয়েছেন।
ছবিটির পরিচালক সাফিউদ্দিন সাফি। গানটির দৃশ্যায়নে ভিন্নতা আনার জন্য মালয়েশিয়ার পর ভারতে শুটিংয়ের পরিকল্পনা করা হয়।
এদিকে ১ মার্চ ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত বাংলা ছবি আবর্ত।
(১৭ মার্চ): নিউজরুম