দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ

0
110
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক দুই পেসার আবুল হাসান ও রবিউল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের প্রথম অংশটা একান্তই নিজেদের করে নিয়েছে বাংলাদেশএকনিষ্ঠ লাইন-লেংথ আর সুইং বোলিংয়ের প্রদর্শনীতে দিনের প্রথম ১৯ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছে মুশফিকুর রহিমের দলএই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৭রবিউল ৩২ রানে ২টি উইকেট নিয়েছেনআবুল হাসান ও সোহাগ গাজীর ঝুলিতে গেছে একটি করে উইকেটকুমার সাঙ্গাকারা অপরাজিত আছেন ৩৫ রানে
কাল দিনের শেষভাগে ওপেনার তিলকারত্নে দিলশানের উইকেট তুলে নিয়ে বল হাতে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশআজ দ্বিতীয় দিনেও সেই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে টাইগাররাদিনের ষষ্ঠ ওভারে দ্বিমুথ করুণারত্নের উইকেট তুলে নেন আবুল হাসানদুই ওভার পরে দুর্দান্ত এক ডেলিভারিতে লাহিরু থিরিমান্নেকেও সাজঘরমুখী করেন রবিউল ইসলামএরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি অধিনায়ক অ্যাঙ্গেলো ম্যাথুসদলীয় ৬৯ রানের মাথায় সোহাগ গাজীর শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যানতাঁর ব্যাট থেকে এসেছে ১৬ রান

 

(১৭ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন