স্পোর্টস ডেস্ক দুই পেসার আবুল হাসান ও রবিউল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের প্রথম অংশটা একান্তই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। একনিষ্ঠ লাইন-লেংথ আর সুইং বোলিংয়ের প্রদর্শনীতে দিনের প্রথম ১৯ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছে মুশফিকুর রহিমের দল। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৭। রবিউল ৩২ রানে ২টি উইকেট নিয়েছেন। আবুল হাসান ও সোহাগ গাজীর ঝুলিতে গেছে একটি করে উইকেট। কুমার সাঙ্গাকারা অপরাজিত আছেন ৩৫ রানে।
কাল দিনের শেষভাগে ওপেনার তিলকারত্নে দিলশানের উইকেট তুলে নিয়ে বল হাতে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনেও সেই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে টাইগাররা। দিনের ষষ্ঠ ওভারে দ্বিমুথ করুণারত্নের উইকেট তুলে নেন আবুল হাসান। দুই ওভার পরে দুর্দান্ত এক ডেলিভারিতে লাহিরু থিরিমান্নেকেও সাজঘরমুখী করেন রবিউল ইসলাম। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি অধিনায়ক অ্যাঙ্গেলো ম্যাথুস। দলীয় ৬৯ রানের মাথায় সোহাগ গাজীর শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।তাঁর ব্যাট থেকে এসেছে ১৬ রান।
(১৭ মার্চ): নিউজরুম