ইতিহাস নিয়ে পড়াশোনা করতে করতে নিজেই ইতিহাসে ঢুকে গেলেন মুশফিকুর রহিম।এই তরুণ ক্রিকেটার বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম দ্বিশতক রান স্পর্শ করেন। খেলাধূলা আর পড়াশোনা নাকি এক সঙ্গে করাটা বেশ কষ্টসাধ্য।কিন্তু মুশফিক এই কষ্টকর কাজটাই করেছেন।
বগুড়া জিলা স্কুল থেকে ২০০০ সালে বিকেএসপিতে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়ে যান মুশফিক। বিকেএসপিতেই চলে পড়াশোনা আর কোচ সালাউদ্দিনের কাছে ক্রিকেটের কৌশল আয়ত্ত। মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন মুশফিক। খেলাধুলা যে পড়ালেখার জন্য বাধা হয়ে দাঁড়ায় না, তারই উদাহরণ তৈরি করলেন মুশফিক। জিপিএ-৫ ফাইভ পেয়ে চমকে দেন সবাইকে। ২০০৪ থেকে মুশফিক অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন। ২০০৫ সালের ইংল্যান্ড সফরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি।২০০৬ সালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে আবারও চমক সৃষ্টি করেন। এবারের ফলাফলও জিপিএ-৫। ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। আন্তর্জাতিক ক্রিকেটের শত ব্যস্ততার ভেতরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এই ক্রিকেটার।ইতিহাস বিভাগ থেকে প্রথম বিভাগে অনার্স এবং মাস্টার্স পাস করেছেন। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছার কথাও জানিয়েছেন মুশফিক।
২০১১ থেকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ এই ক্রিকেটার।
১৭ মার্চ/নিউজরুম