ইতিহাসে ঢুকে গেলেন মুশফিকুর

0
154
Print Friendly, PDF & Email

ইতিহাস নিয়ে পড়াশোনা করতে করতে নিজেই ইতিহাসে ঢুকে গেলেন মুশফিকুর রহিমএই তরুণ ক্রিকেটার বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম দ্বিশতক রান স্পর্শ করেনখেলাধূলা আর পড়াশোনা নাকি এক সঙ্গে করাটা বেশ কষ্টসাধ্যকিন্তু মুশফিক এই কষ্টকর কাজটাই করেছেন

বগুড়া জিলা স্কুল থেকে ২০০০ সালে বিকেএসপিতে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়ে যান মুশফিকবিকেএসপিতেই চলে পড়াশোনা আর কোচ সালাউদ্দিনের কাছে ক্রিকেটের কৌশল আয়ত্তমানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন মুশফিকখেলাধুলা যে পড়ালেখার জন্য বাধা হয়ে দাঁড়ায় না, তারই উদাহরণ তৈরি করলেন মুশফিকজিপিএ-৫ ফাইভ পেয়ে চমকে দেন সবাইকে২০০৪ থেকে মুশফিক অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন২০০৫ সালের ইংল্যান্ড সফরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি২০০৬ সালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে আবারও চমক সৃষ্টি করেনএবারের ফলাফলও জিপিএ-৫২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হনআন্তর্জাতিক ক্রিকেটের শত ব্যস্ততার ভেতরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এই ক্রিকেটারইতিহাস বিভাগ থেকে প্রথম বিভাগে অনার্স এবং মাস্টার্স পাস করেছেনভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছার কথাও জানিয়েছেন মুশফিক
২০১১ থেকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ এই ক্রিকেটার

 

১৭ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন