কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের পদ শূন্য

0
176
Print Friendly, PDF & Email

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার নেইএই দুই পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজ চলছে ধীরগতিতে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত ওই দুই পদে লোক নিয়োগের দাবি জানিয়েছেন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ গোপালচন্দ্র সেনের চাকরির মেয়াদ গত ২ ফেব্রুয়ারি শেষ হয়এরপর থেকে গুরুত্বপূর্ণ ওই পদটি শূন্য রয়েছেবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক আদেশে ২০০৯ সালের ১৭ অক্টোবর তকালীন রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদারকে দায়িত্ব অবহেলার অভিযোগে অব্যাহতি দিয়েছিল
এরপর তিনি হাইকোর্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই আদেশের বিরুদ্ধে মামলা করেনবর্তমানে ওই পদ নিয়ে আইনি জটিলতা থাকায় লোক নিয়োগ দেওয়া যাচ্ছে নাউদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার না থাকায় গুরুত্বপূর্ণ অনেক কাজ আটকে আছে
কোষাধ্যক্ষ না থাকায় আর্থিক বিভিন্ন বিষয়ের কাজে জটিলতা দেখা দেয়এ ছাড়া রেজিস্ট্রার না থাকলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ নানা পদে লোক নিয়োগে সমস্যা দেখা দেয়তাই দ্রুত এই দুই পদে লোক নিয়োগ করতে হবে
উপাচার্য আমির হোসেন খান বলেন, কোষাধ্যক্ষ পদ শূন্য হওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানানো হয়েছে
রেজিস্ট্রার পদ নিয়ে আইনি জটিলতা থাকায় পরীক্ষা নিয়ন্ত্রক অতিরিক্ত দায়িত্ব পালন করছেন

 

১৭ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন