বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক নানা আয়োজনের মধ্যে জমজমাট ভাবে চলছে দেশের অন্যতম কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির মেলা। ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ১৪ মার্চ থেকে শুরু হওয়া মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত।
‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’- এ স্লোগানে শুরু হওয়া মেলাটি শুরু থেকেই দর্শকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের ওপরে মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের বিভিন্ন প্রদর্শনী।
মেলায় বাংলালায়ন ৯৫০ টাকায় ফোরজি মডেম বিক্রি করছে। ২১ হাজার টাকায় নেটবুক, ৯ হাজার টাকায় ডিজিটাল ক্যামেরা আর ১১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ট্যাবলেট পিসি।
মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে।প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর রয়েছে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিশেষ পুরস্কার।বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় অনুষ্ঠিত হচ্ছে সেলিব্রেটি শো। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।সিটিআইটি মেলা ২০১৩-এর আহ্বায়ক ও বিসিএস কম্পিউটার সিটির ভারপ্রাপ্ত মহাসচিব এ এন এম কামরুজ্জামান জানিয়েছেন, শুরু থেকেই তরুণদের আগ্রহ দেখা যাচ্ছে। এ ছাড়াও সব ধরনের আগ্রহী মানুষের ভিড়ে মেলা জমজমাট। ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠান এবং ২০টি অস্থায়ী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন পণ্য, ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, আলট্রাবুক এবারের মেলার বিশেষ আকর্ষণ।
(১৬ মার্চ) নিউজরুম