স্পোর্টস ডেস্ক ইংল্যান্ডের ৪৬৫ রানের জবাবে ২৫৪ রানে অলআউট হয়ে এখন ফলোঅনে নিউজিল্যান্ড।দ্বিতীয় ইনিংসে অবশ্য মোটামুটি একটা প্রতিরোধের সৃষ্টি করেছে কিউই ব্যাটসম্যানরা। ১ উইকেটে ৭৭ রান করে তৃতীয় দিন শেষ করা নিউজিল্যান্ড এখনো পিছিয়ে ১৩৪ রানে। কেইন উইলিয়ামসন ১৬ ও পিটার ফুলটন ৪১ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডারদের ‘প্রতিরোধ সংগ্রামে’ নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৮৯ রানে ৫ উইকেট হারিয়েই মূলত পিছিয়ে পড়ে কিউইরা। ইংল্যান্ডের ৪৬৫ রানের জবাবে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের কেউই আস্থার সঙ্গে খেলতে পারেননি। ষষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি গড়ে ফলোঅনের লজ্জা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়াল্টিং। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁদের প্রথম ইনিংস শেষ হয় ২৫৪ রানেই।
নিউজিল্যান্ডের সর্বনাশটি মূলত করেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তাঁর দুর্দান্ত বোলিংয়ের মুখে শুরু থেকেই চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ৮৯ রানে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়াল্টিং। এই জুটিতে তাঁরা যোগ করেছিলেন ১০০ রান। কিন্তু দলীয় ১৮৯ রানের মাথায় ম্যাককালাম সাজঘরের পথ ধরলে ফলোঅন এড়ানোর কাজটা অনিশ্চিত হয়ে পড়ে। ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেছেন ম্যাককালাম। ৬০ রান এসেছে ওয়াল্টিংয়ের ব্যাট থেকে। কিউই শিবিরে ত্রাস ছড়িয়ে মাত্র ৫১ রানের বিনিময়ে ছয়টি উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড।
কিউইরা দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালোভাবে করতে পারেনি। দলীয় ২৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন হামিশ রাদারফোর্ড। হামিশ ফিরে যাওয়ার পর কেইন উইলিয়ামসন ও পিটার ফুলটনের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা এখন লড়াইয়ের স্বপ্ন ছড়াচ্ছে কিউই শিবিরে।
(১৬ মার্চ): নিউজরুম