আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের সহজ জয়-পাকিস্তান

0
214
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তানগতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের সহজ জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে মিসবাহ বাহিনীজয়ের জন্য ৪৪ ওভারে ১৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চার ওভার বাকি থাকতেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায় সফরকারীরা৫৭ রানের অধিনায়কোচিত এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিসবাহ-উল হক৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইরফান
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং চলার সময় ঝড়বৃষ্টির কারণে গতকাল খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টাফলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৪ ওভারেইরফানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬২ রানেই ৫ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল দক্ষিণ আফ্রিকাএরপর ফারহান বেহারদিয়েন ও রবিন পিটারসেনের ব্যাটে খানিকটা ঘুড়ে দাঁড়ায় প্রোটিয়ারা৫৮ রানের লড়াকু ইনিংস খেলেন বেহারদিয়েন৪৪ রান আসে পিটারসেনের ব্যাট থেকে
জবাবে ৪৪ ওভারে ১৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে জয় পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি পাকিস্তানকেমোহাম্মদ হাফিজের ৩১, ইউনুস খানের ৩২, কামরান আকমলের ১৮ রানের ছোট ছোট ইনিংসগুলো জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিল ভালোভাবেইশেষ কাজটা দুর্দান্তভাবে করেছেন অধিনায়ক মিসবাহ ও শোয়েব মালিকপঞ্চম উইকেটে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরেমিসবাহ ৫৭ ও শোয়েব মালিক ৩৫ রান করে অপরাজিত ছিলেন

 

(১৬ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন