আসুসের ই পিসি ১০১৫বিএক্স মডেলের নেটবুক বাজারে এসেছে। ১০.১ ইঞ্চির পর্দার এই নেটবুক কম্পিউটারে আছে ১ গিগাহার্টজ গতির এএমডি ব্রাজস এপিইউ প্রসেসর।এটি টানা সাড়ে সাত ঘণ্টা চলে। এতে আরও আছে ২ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ইউএসবি ২.০ পোর্ট ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই নেটবুকের দাম ২৪ হাজার টাকা। —বিজ্ঞপ্তি
১৬ মার্চ, ২০১৩,