‘কালিন্দী’ ও ‘পরি’ চরিত্রে তিশা

0
143
Print Friendly, PDF & Email

সেলিম আল দীনের জনপ্রিয় মঞ্চনাটক যৈবতী কন্যার মন নিয়ে এবার তৈরি হচ্ছে ধারাবাহিক নাটকএ নাটকের দুটি উল্লেখযোগ্য চরিত্র কালিন্দীপরি দুটি চরিত্রেই অভিনয় করছেন তিশা
তিশার মতে, নাটকটির গল্পে দুই জন্মে এক যৈবতীর দুই মনএকজন প্রেমিকের পূজায় দেবী আর অন্যজন সেই প্রেমপূজায় আতঙ্ক বোধ করে, তার আরাধ্য সাধারণ জীবনআবার দুজনেই মৃত্যুকে বেছে নেয়
তিশা বললেন, ‘নাটকটিতে কাজ করার প্রস্তাব পাওয়ার পর থেকেই নিজের মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করেছিল, আমি পারব তো? মঞ্চের জন্য যে নাটকটি সেলিম আল দীন লিখেছিলেন, আর এতে অভিনয় করেছিলেন দারুণ সব অভিনয়শিল্পীরা! একসময় নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়, হ্যাঁ, আমিও পারবকাজ শুরু করার পর কালিন্দীকে কখন যেন নিজের মধ্যে ধারণ করে ফেলেছিএবার পরির জন্য অপেক্ষা করছি
জানালেন, কালিন্দী চরিত্রের কাজ এরই মধ্যে শেষ হয়েছেএরপর হবে পরির অংশের শুটিং
সেলিম আল দীনের মঞ্চনাটক অবলম্বনে ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন ইলোরা লিলিথযৌথভাবে পরিচালনা করছেন পারভেজ আমিন ও হুমায়ুন কবির
অভিনয় করছেন তিশা, শহীদুজ্জামান সেলিম, রোকেয়া রফিক, খায়রুল ইসলাম, দীপা খন্দকার, আহসান হাবিবসহ অনেকে
জানা গেছে, মঞ্চে যৈবতী কন্যার মন নাটকে অভিনয় করেছিলেনএমন অনেকেই আছেন এ ধারাবাহিকে
নাটকটি প্রচারিত হবে এসএ টিভিতে

 

১৬ মার্চ, ২০১৩,

 

শেয়ার করুন