ক্যানসারে আক্রান্ত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তাঁদের চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন মনীষা। তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তিনি কবে নাগাদ ভারতে ফিরতে পারবেন—এ ব্যাপারে চিকিৎসকেরা কোনো মন্তব্য করেননি। এদিকে মনীষার ব্যবস্থাপক সুব্রত ঘোষ সংবাদমাধ্যমকে জানান, আগামী জুলাই মাস নাগাদ ভারতে ফিরতে পারবেন মনীষা।
ডিম্বাশয়ে ক্যানসার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় মনীষাকে। এরপর সেখানে তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়। এখন তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। হিন্দুস্তান টাইমস।
১৬ মার্চ, ২০১৩,