আর হরতাল চাই না

0
177
Print Friendly, PDF & Email

১৬ মার্চ, ২০১৩, আমাদের এই দেশের অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেযারা দারিদ্র্যসীমার ওপরে বাস করে, তাদেরও বড় অংশ খুব ধনী নয়প্রতিদিন কাজকর্ম করেই জীবিকা নির্বাহ করতে হয় সংখ্যাগরিষ্ঠ মানুষকেঅনেক মানুষ আছেন, এক দিন কাজ না করলে অনাহারী দশায় পড়ে যান
এ রকম একটা দেশে খুব ঘন ঘন হরতাল হলে সংখ্যাগরিষ্ঠ মানুষ পড়ে যায় জীবন-জীবিকার সংকটেনিরাপত্তাহীনতা, জ্বালাও-পোড়াও, ভাঙচুর ইত্যাদি তো আছেইযারা দিন আনে দিন খায়, তাদের কথা কি আমাদের রাজনৈতিক নেতানেত্রীরা চিন্তা করেন? ঘন ঘন হরতাল দিয়ে দরিদ্র জনসাধারণের কষ্ট-দুর্ভোগ আর বাড়াবেন নাযদি আপনারা দেশের মানুষের কল্যাণ চান, তাহলে সংলাপে বসুনসংলাপ করে সমস্যার সমাধান করুনশান্তিপূর্ণ কর্মসূচি পালন করুনহরতাল ত্যাগ করুন, তা না করলে জনগণ আপনাদের ত্যাগ করবেআমরা আইন করে হরতাল নিষিদ্ধ করার দাবি জানাব
মো. জাকারিয়া রাফি, মেছড়া, সিরাজগঞ্জ

 

শেয়ার করুন