১৬ মার্চ, ২০১৩, আমাদের এই দেশের অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। যারা দারিদ্র্যসীমার ওপরে বাস করে, তাদেরও বড় অংশ খুব ধনী নয়।প্রতিদিন কাজকর্ম করেই জীবিকা নির্বাহ করতে হয় সংখ্যাগরিষ্ঠ মানুষকে। অনেক মানুষ আছেন, এক দিন কাজ না করলে অনাহারী দশায় পড়ে যান।
এ রকম একটা দেশে খুব ঘন ঘন হরতাল হলে সংখ্যাগরিষ্ঠ মানুষ পড়ে যায় জীবন-জীবিকার সংকটে।নিরাপত্তাহীনতা, জ্বালাও-পোড়াও, ভাঙচুর ইত্যাদি তো আছেই। যারা দিন আনে দিন খায়, তাদের কথা কি আমাদের রাজনৈতিক নেতানেত্রীরা চিন্তা করেন? ঘন ঘন হরতাল দিয়ে দরিদ্র জনসাধারণের কষ্ট-দুর্ভোগ আর বাড়াবেন না। যদি আপনারা দেশের মানুষের কল্যাণ চান, তাহলে সংলাপে বসুন। সংলাপ করে সমস্যার সমাধান করুন।শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুন। হরতাল ত্যাগ করুন, তা না করলে জনগণ আপনাদের ত্যাগ করবে। আমরা আইন করে হরতাল নিষিদ্ধ করার দাবি জানাব।
মো. জাকারিয়া রাফি, মেছড়া, সিরাজগঞ্জ।