হ্রদের জলভাসা জমিতে বোরো

0
183
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি ধীর গতিতে হ্রাস পাওয়ায় এবার বিলাইছড়িতে বিলম্বে শুরু হয়েছে বোরো ধানের আবাদপ্রতি বছর এ সময় হ্রদের জলভাসা জমিতে বোরো ধান লাগানো শেষ করে চাষিরা ধান গাছের পরিচর্যা করেনকিন্তু এ বছর কাপ্তাই বাঁধ দিয়ে হ্রদের পানি দেরিতে কমার কারণে সঠিক সময়ে হ্রদের ডুবোচর ( জলেভাসা জমি) জেগে উঠেনিকয়েক দিন আগ থেকে হঠা করে হ্রদের পানি কমতে শুরু করায় হ্রদে ডুবে থাকা বিস্তীর্ণ জমির চর জেগে ওঠেফলে দেরিতে হলেও বোরো ধানের চাষ শুরু করেছেন চাষিরাচাষিরা জানান, ইতঃপূর্বে পানি কমবে কি না নানা শঙ্কার মধ্যে থাকায় কৃষকদের অনেকে বীজতলা তৈরি করতে পারেননিএ অবস্থায় জেগে ওঠা চরে অনেকে চাষ করতে পারছে না বলে জানিয়েছেন স্থানীয় চাষিরাআবার অনেকে কম বয়সের বীজতলা থেকে চারা উঠিয়ে ধান লাগাচ্ছেনদেরিতে ধান লাগানোয় ঠিকমতো ফসল ঘরে তোলতে পারবেন কি না এ নিয়েও কৃষকদের মধ্যে শঙ্কা রয়েছেবিলাইছড়ি উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এবার ২৭০ হেক্টর জমিতে বোরো ধান লাগানোর ল্যমাত্রা ছিলএর মধ্যে ১৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের সম্ভাবনা রয়েছেমার্চ মাসের ১৫ তারিখের পরে লাগানো ধান আগাম আউশ হিসেবে ধরা হবে বলেও সূত্র জানিয়েছে

 

 

 

১৫ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন