বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপি: আব্দুল্লাহ আল নোমান

0
158
Print Friendly, PDF & Email

ঢাকা: বিএনপি বিজয়ের দ্বারপ্রান্তে। এ বিজয়ে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

সরকার ষড়যন্ত্রের মাধ্যমে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। এজন্য আগামী জাতীয় নির্বাচনে যাতে সেনাবাহিনী দায়িত্ব পালন না করতে পারে, সেজন্য আরপিও সংশোধন করে তা বন্ধ করার সমালোচনা করেন নোমান।

তিনি বলেন, “সামরিক বাহিনী বিচ্ছিন্ন কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না এবং তা মেনে নেবে না বিএনপি।”

সাধারণ মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আহ্বান জানান তিনি।

নোমান বলেন, “যাকে খুশি জনগণ তাকে ভোট দেবে, এটা সরকার চায় না। এজন্যই দলীয় সরকারের অধীনে সরকার আগামী নির্বাচন করতে চায়।”

আগামীতে বাংলাদেশের মাটিতে  কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেন তিনি।

নোমান বলেন, “নির্বাচন কমিশনের আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত দূরভিসন্ধিমূলক।”

জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে এবং আটক নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার সকালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়ে বিজয়নগর, পল্টন হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন আব্দুল্লাহ আল নোমান ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান।
 মার্চ ১৫, ২০১৩

শেয়ার করুন