বিনোদন ডেস্ক: গান শোনাতে আমন্ত্রিত হয়ে বিশ্বের অনেক দেশে গেছেন সংগীতশিল্পী দিলশাদনাহার কনা। কিন্তু যাওয়া হয়নি জাপান। এবারই প্রথম সেখানে গান শোনাতেযাচ্ছেন কনা।
আজ শুক্রবার সন্ধ্যায় জাপানের টোকিওর উদ্দেশে ঢাকাছাড়বেন তিনি। জাপানগামী এই দলে আরও আছেন কুমার বিশ্বজিত্, এস আই টুটুল, আলিফ আলাউদ্দিন, ক্লোজআপ ওয়ানখ্যাত রিংকু ও ২০০৮ সালের ক্লোজআপ ওয়ানবিজয়ী লিজা। এ ছাড়া আছেন মীরাক্কেলখ্যাত রনি।
জানা গেছে, ১৭ মার্চটোকিওতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায়অংশ নেবেন তাঁরা। কনা বলেন, ‘গানের জন্য আমন্ত্রিত হয়ে বেশ কয়েকটি দেশেঘোরার সুযোগ হয়েছে। এবারই প্রথম যাচ্ছি জাপানের প্রবাসী বাংলাদেশিদের গানশোনাতে। আমি অনেক উচ্ছ্বসিত। আশা করছি, ভালো একটা অভিজ্ঞতা নিয়ে দেশেফিরব।’
টোকিওর অনুষ্ঠানটি শেষে ১৮ মার্চ দলের সবার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান কনা।
১৫ মার্চ/নিউজরুম