ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৩-২০১৪ সালের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নীল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ১৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী সরকার সমর্থক আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী আব্দুল বাসেত মজুমদার পেয়েছেন ১৩৪০ ভোট।
সম্পাদক পদে নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এমপি ১৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের প্রার্থী রবিউল আল ম বুদু পেয়েছেন ১৩৬৯ ভোট।
এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৪৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন তিন হাজার ২০৩ জন ভোটার।
১৫ মার্চ রাত সোয়া দুইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক নুর হোসেন চৌধুরী।
এছাড়া সহ-সভাপতি পদে নীল প্যানেলের এবিএম ওয়ালিউর রহমান খান ও মো. শাহজাদা, সহ-সম্পাদক পদে এবিএম রফিকুল হক তালুকদার রাজা ও মোহাম্মদ সাইফুর রহমান, কোষাধ্যক্ষ পদে রবিউল করিম, সদস্য পদে আঞ্জুমান আরা বেগম (মুন্নী), ফাতেমা খাতুন, মো. ওয়াহিদুজ্জামান সোহেল, এম মিজানুর রহমান মাসুম, মো. কামরুজ্জামান সেলিম, মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
সাদা প্যানেলের একমাত্র প্রার্থী সদস্য পদে হোসনেয়ারা বেগম বাবলী নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর আব্দুল জামিল মোহাম্মদ আলী (এজে মোহাম্মদ আলী) বলেন, ‘‘বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে আইনজীবীরা রায় দিয়েছে। আইনজীবীদের যেকোনো আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রাখব।’’
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘‘গণহত্যার বিরুদ্ধে আইনজীবীরা রায় দিয়েছে।’’
মার্চ ১৫, ২০১৩