বিনোদন ডেস্ক প্রথম আইটেম সং বলে কথা। এ নিয়ে যতটা তোড়জোড় সম্ভব সবই করছেন প্রিয়াংকা চোপড়া। শুটআউট অ্যাট ওয়াদালা ছবিতে আইটেম সং করছেন তিনি, ‘বাবলি বদমাশ’ শিরোনামের গানটি
আজ থেকে টেলিভিশনে দেখা যাবে। আশির দশকের ডিসকো ঢঙে করা হয়েছে গানটি। অন্য সবার থেকে আলাদা হওয়া চাই বলেই প্রিয়াংকা এত দিন অপেক্ষা করেছেন আইটেম সং করতে। তাই যতটা সম্ভব নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। প্রিয়াংকার পোশাকে বসানো হয়েছে এলইডি বাতি। অনেকটা ইয়ারানা ছবিতে অমিতাভ বচ্চনের সেই পোশাকের মতো। এর নকশা করেছেন মনীশ মালহোত্রা। অনু মালিকের সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন সুনিধি চৌহান। আইএএনএস।
১৫ মার্চ/নিউজরুম