স্পোর্টস ডেস্ক: গত বছর ইন্ডিয়ান ওয়েলসেই শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন টেনিস-জগতের দুই মহারথী রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। সেবার সেমিফাইনালের সেই ম্যাচে জয় পেয়েছিলেন ফেদেরার। এবার বোধহয় সেই হারের প্রতিশোধ নিলেন নাদাল। আজ ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালে ফেদেরারের বিপক্ষে ৬-৪, ৬-২ গেমের সহজ জয় পেয়েছেন এই স্প্যানিশ তারকা। দাপুটে এই জয় দিয়ে শেষ চারের টিকিটটা নিশ্চিত করেছেন এ সময়ের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়টি।সেমিফাইনালে তিনি টমাস বারডিচের মুখোমুখি হবেন।
গোড়ালির ইনজুরির কারণে দীর্ঘ সাত মাস টেনিস কোর্টের বাইরে কাটাতে হয়েছে রাফায়েল নাদালকে। আজ রজার ফেদেরারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে যেন নতুন করে ফেরার ইঙ্গিতই দিলেন ২৬ বছর বয়সী এই তারকা। ১ ঘণ্টা ২৪ মিনিটের এই লড়াইয়ে অনায়াস জয়ই পেয়েছেন নাদাল।
এখন পর্যন্ত ২৯ বার রজার ফেদেরারের মুখোমুখি হয়ে ১৯টিতে জয় পেয়েছেন রাফায়েল নাদাল। ১০টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন ফেদেরার। রয়টার্স।
১৫ মার্চ/নিউজরুম