চড়ুইপাখির স্কুল

0
139
Print Friendly, PDF & Email

১৫ মার্চ, ২০১৩, স্কুলঘরের ঘুলঘুলিতে বাসা বেঁধেছে একটা ছোট্ট চড়ুইসেই চড়ুইটার আবার খুব বুদ্ধিস্কুলের স্যার যখন পড়ান তখন সে সব শিখে ফেলে
এভাবে চড়ুইপাখিটা একদিন এক থেকে দশের ঘরের নামতা শিখে ফেলল
পরদিনচড়ুইপাখিটা তার বাসায় চড়ুইয়ের বাচ্চাদের জন্য একটা স্কুল খুললসেখানেচড়ুইয়ের বাচ্চারা চিকার করে পড়েদুই এক্কে দুই, দুই দুগুণে চার, তিনদুগুণে ছয়…
চড়ুইয়ের বাসায় থাকত আবার ছোট্ট একটা পোকাসেও ছিল খুববুদ্ধিমানচড়ুই বাচ্চাদের পড়া শুনে সেও এক থেকে দশের ঘরের নামতা শিখেফেলল
পরদিন সেই পোকাটাও তার বাসায় পোকার বাচ্চাদের জন্য একটা স্কুলখুললসেখানে পোকার বাচ্চারা চিকার করে পড়েদুই এক্কে দুই, দুই দুগুণেচার, তিন দুগুণে ছয়…
এভাবে সেই স্কুলঘরের আশপাশের সবাই একদিন এক থেকে দশের ঘরের নামতা শিখে ফেলল

মনে রেখো
তোমার স্কুলঘরের ঘুলঘুলিতে চড়ুইপাখি বাসা বাঁধলে কখনোই ভেঙে দিয়ো নাভেঙে দিলে তারা নামতা শিখবে কোথায়, পড়াশোনা করবে কোথায়?

শেয়ার করুন