১৫ মার্চ, ২০১৩, স্কুলঘরের ঘুলঘুলিতে বাসা বেঁধেছে একটা ছোট্ট চড়ুই। সেই চড়ুইটার আবার খুব বুদ্ধি। স্কুলের স্যার যখন পড়ান তখন সে সব শিখে ফেলে।
এভাবে চড়ুইপাখিটা একদিন এক থেকে দশের ঘরের নামতা শিখে ফেলল।
পরদিনচড়ুইপাখিটা তার বাসায় চড়ুইয়ের বাচ্চাদের জন্য একটা স্কুল খুলল। সেখানেচড়ুইয়ের বাচ্চারা চিৎকার করে পড়ে—দুই এক্কে দুই, দুই দুগুণে চার, তিনদুগুণে ছয়…
চড়ুইয়ের বাসায় থাকত আবার ছোট্ট একটা পোকা। সেও ছিল খুববুদ্ধিমান। চড়ুই বাচ্চাদের পড়া শুনে সেও এক থেকে দশের ঘরের নামতা শিখেফেলল।
পরদিন সেই পোকাটাও তার বাসায় পোকার বাচ্চাদের জন্য একটা স্কুলখুলল। সেখানে পোকার বাচ্চারা চিৎকার করে পড়ে—দুই এক্কে দুই, দুই দুগুণেচার, তিন দুগুণে ছয়…
এভাবে সেই স্কুলঘরের আশপাশের সবাই একদিন এক থেকে দশের ঘরের নামতা শিখে ফেলল।
মনে রেখো
তোমার স্কুলঘরের ঘুলঘুলিতে চড়ুইপাখি বাসা বাঁধলে কখনোই ভেঙে দিয়ো না। ভেঙে দিলে তারা নামতা শিখবে কোথায়, পড়াশোনা করবে কোথায়?