তাড়াশে বেসরকারী প্রাথমিক শিক্ষকদের বেতন বন্ধ

0
232
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিকদের বেতন বন্ধ রয়েছেএকটানা তিনমাস বেতন না পেয়ে শিক্ষকরা আর্থিক সংকটে পড়েছেতারপরও কাগজপত্র ঠিকঠাক করার নামে তাদের কে চাঁদা দিতে হচ্ছেবিভিন্ন সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলায় ৮১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক রয়েছেন প্রায় ৩২৪ জনপ্রতিমাসে তারা নিয়মিত বেতন পেয়ে আসছিলসরকার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করণের ঘোষনা দিলে এ উপজেলার ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা প্রাথমিক ও গণশিা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী তাড়াশ উপজেলার প্রাথমিক শিা অফিস বিদ্যালয়গুলোর ও শিকদের ১১ টি বিষয়ে যোগ্যতা যাচাই বাছাই করে জেলা প্রাথমিক শিা অফিসে চুড়াš— কাগজপত্র পাঠানোর প্রক্রিয়া চলছেবেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিকরা জানান, চলতি বছরের জানুয়ারী মাস থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিকদের বেতনের স্কেল অনুযায়ী তাদের বেতন পাওয়ার কথাএর আগে শিকদের প্রতি মাসে যে বেতন আসতো তা গত ডিসে¤^র মাস থেকে বন্ধ  হয়ে গেছেফলে ডিসে¤^র মাস থেকে মার্চ মাস পর্যš— বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিকরা বেতন পাচ্ছেন নাঅনেক শিক বাধ্য হয়ে ধার-দেনা ও ঋণ করে সংসার চালাচ্ছেন এবং মানবেতর জীবন যাপন করছেনএদিকে বিদ্যালয়গুলো জাতীয় করণের অজুহাতে কাগজ পত্র ঠিকঠাক করার নামে একটি সিন্ডিকেট চক্র প্রতি বিদ্যালয় থেকে জোর পূর্বক ১৫শ টাকা করে চাঁদা আদায় করছে শিক্ষা অফিসের কথা বলেএ তথ্য নাম প্রকাশ না করা সর্তে একাধিক বিদ্যালয়ের শিক জানিয়েছেনএ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে

 

১৪ মার্চ, ২০১৩

 

শেয়ার করুন