আগামী সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ

0
160
Print Friendly, PDF & Email

ঢাকা: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত করা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) সংশোধনী খসড়া।

সংশোধনী চূড়ান্ত খসড়াতে রদ করা হয়েছে বিদ্রোহী প্রার্থীদের স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দলীয় মনোনয়ন না পেলে যেহেতু  তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তাই তারা নির্বাচনে অংশ নেওয়ার সযোগ পাবেন না।

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন,“ আরপিও সংশোধনের মাধ্যমে আমরা এ বিষয়টি স্পষ্ট করেছি। আগে বাছাইয়ের সময় মনোনয়ন পত্র বাতিল হতো। তবে এখন থেকে দলীয় চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ব্যতীত প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত বাকি সবার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়েছে বলে ধরে নেওয়া হবে।
কোনো প্রার্থী দলীয়ভাবে মনোয়ন পত্র জমা না দিয়ে নিজেই স্বতন্ত্র ভাবে মনোনয়নপত্র জমা দিলে তিনি নির্বাচন করার সুযোগ পাবেন।

তবে এক্ষেত্রে তিনি আর দলীয় মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগ পাবেন না। কারণ একই প্রার্থীর একাধিক মনোনয়নপত্র কেনার কোনো সুযোগ নেই।”

উল্লেখ্য, সম্প্রতি ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে কিছু প্রস্তাব রাখা হয়েছিলো।

গত বছর অনুষ্ঠিত টাঙ্গাইল-৩ সংসদ উপনির্বাচনে সৃষ্ট তিক্ত অভিজ্ঞতার আলোকে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ সীমিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানায় আওয়ামী লীগ।

উল্লেখ্য,গত বছরের ১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে ধরাশায়ী করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান রানা।

ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও বিদ্রোহী প্রার্থীর নিকট বিপুল পরাজয় মেনে নিতে বাধ্য হন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী শহিদুল ইসলাম।

ওই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতার আলোকেই নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বন্ধ করার আবেদন জানানো হয়েছিলো আওয়ামী লীগের তরফে।

 মার্চ ১৪, ২০১৩

শেয়ার করুন