দুই নেত্রীর সংলাপ চেয়ে হাইকোর্টে রিট

0
162
Print Friendly, PDF & Email

ঢাকা: চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে সংলাপের নির্দেশনা চেয়ে হাইকোর্ট একটি রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ।
   
উচ্চ আদালতের অবকাশ শেষে এ রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে তিনি জানান।

এই আবেদনে সারা দেশে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে স্থাপিত গণজাগরণ মঞ্চের আন্দোলন বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট, নির্বাচন কমিশন (ইসি), বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ইউনুস আলী বাংলানিউজকে জানান, “রাজনৈতিক সংকট থেকে উত্তরণ,আগামী সাধারণ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান পরিত্যাগ করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে কেন নির্দেশনা দেওয়া হবে না- এই মর্মে রুল চেয়েছি।”
 
তিনি বলেন, “দুই প্রধান দলের মধ্যে বিদ্বেষপূর্ণ অবস্থা নিরসনে কেন নির্দেশনা দেওয়া হবে না- সে বিষয়েও রুল আবেদন করা হয়েছে।”

একইসঙ্গে এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হরতাল, অবরোধ এবং বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আদালতের নির্দেশনা দেওয়ার আর্জি জানানো হয়েছে  বলেও তিনি জানান।

 মার্চ ১৪, ২০১৩

শেয়ার করুন