বিজ্ঞান ও প্রযুক্তি: গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান অ্যান্ডি রুবিন তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ১৩ মার্চ এ তথ্য জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। গুগলের ক্রোম ও অ্যাপ্লিকেশন বিভাগের ব্যবস্থাপক সুন্দর পিশাই অ্যান্ড্রয়েড বিভাগটির দেখাশোনার বাড়তি দায়িত্ব পাচ্ছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মোবাইল প্ল্যাটফর্মকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে গুগল। গুগলের অ্যান্ড্রয়েড, গুগল ক্রোম ব্রাউজার, অ্যাপ্লিকেশনসহ সব বিভাগ একত্রিত করতেই অ্যান্ডি রুবিন তাঁর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
এদিকে গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, অ্যান্ডি রুবিন তাঁর পদ থেকে সরে দাঁড়িয়ে গুগলে নতুন একটি অধ্যায় সূচনা করলেন।মোবাইল প্ল্যাটফর্মের জন্য অ্যান্ড্রয়েড ও কম্পিউটারের ব্রাউজারসহ গুগলের সফটওয়্যারগুলো এক প্ল্যাটফর্মে আনতে কাজ করবেন সুন্দর পিশাই।
২০০৫ সালে গুগলে যোগ দেন অ্যান্ডি রুবিন। তাঁর কৃতিত্ব হচ্ছে তিনি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা। অবশ্য বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন কোন পদে যোগ দেবেন তিনি, সে বিষয়ে গুগল কর্তৃপক্ষ এখনও কোনো তথ্য জানায়নি।
ল্যারি পেজ জানিয়েছেন, অ্যান্ডি রুবিনকে আরও নতুন কাজ করতে হবে। আর সুন্দর পিশাই অ্যান্ড্রয়েড নিয়ে আরও সামনে এগিয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন তিনি।
গুগলের প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, ৭৫ কোটি অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্য বর্তমানে সক্রিয় রয়েছে এবং ২৫ বিলিয়ন অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে। ১৪ মার্চ নিউ ইয়র্কে গুগলের অ্যান্ড্রয়েড-নির্ভর নতুন স্মার্টফোন ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
১৪ মার্চ/নিউজরুম