ভুট্টা চাষের ল্যমাত্রা ছাড়িয়ে গেছে

0
264
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক: ভুট্টার দাম বাড়ায় এবং বাজারে ভুট্টার চাহিদা থাকায় মেহেরপুর জেলার চাষিরা চলতি মওসুমে ভুট্টা চাষ করেছেন, যা কৃষি বিভাগের ল্যমাত্রা ছাড়িয়ে গেছেকৃষি বিভাগের হিসাবে এবার জেলায় ভুট্টা আবাদের ল্যমাত্রা এক হাজার ৭০০ হেক্টর জমিতে ধরা হলেও আবাদ হয়েছে দুই হাজার ৬০০ হেক্টর জমিতে, যা ল্যমাত্রার চেয়ে প্রায় এক হাজার হেক্টর বেশিএখন পর্যন্ত আবহাওয়া ভুট্টা চাষের অনুকূলে থাকায় মাঠে ভুট্টার গাছ ভালো দেখা যাচ্ছেচাষিরা আশাবাদী যে, আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার ভালো ফলন পাবেনতবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি আনুষঙ্গিক সব খরচ বেড়ে যাওয়াই এবার ভুট্টা চাষে খরচ পড়েছে বেশিমেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের ভুট্টাচাষি আবদুুল মাবুদ বলেন, আমি গত বছর এক বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলামখরচ বাদে লাভ হয়েছিল ১৫ হাজার টাকাভুট্টা চাষ লাভজনক হওয়ায় এবার তিন বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিএ বছর আবহাওয়া ভুট্টা চাষের অনুকূলে থাকায় খরচ বাদে ৫০-৬০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি

 

সদর উপজেলা কৃষি অফিসার এস এম নুর উদ্দীন হালিম জানান, এবার প্রাকৃতিক দুর্যোগ না থাকার কারণে ভুট্টার ফলন ভালো হচ্ছেল্যমাত্রা এক হাজার ৭০০ হেক্টরের স্থলে প্রায় দুই হাজার ৬০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে তিনি জানান

 

 

 

১৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন